Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




হিতোপ 31:19 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

19 তিনি টেকুয়া লইতে আপন হস্ত প্রসারণ করেন, তাঁহার করদ্বয় পাঁজ ধরে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

19 তিনি টেকুয়া নিতে নিজের হাত বাড়িয়ে দেন, তাঁর দু’হাত তাঁতের টাকু ধরে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

19 তাঁর হাতে তিনি তকলি ধরে থাকেন ও সুতো কাটার টাকু তাঁর আঙুল দিয়ে আঁকড়ে ধরে থাকেন।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

19 নিজের কাপড় বোনে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

19 তিনি টেকুয়া লইতে আপন হস্ত প্রসারণ করেন, তাঁহার করদ্বয় পাঁজ ধরে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

19 সে সুতো কাটে এবং নিজের কাপড় বোনে।

অধ্যায় দেখুন কপি




হিতোপ 31:19
4 ক্রস রেফারেন্স  

সেই রক্ত যোয়াবের ও তাহার সমস্ত পিতৃকুলের উপরে বর্তুক, এবং যোয়াবের কুলে প্রমেহী কিম্বা কুষ্ঠী কিম্বা যষ্টি অবলম্বী কিম্বা খড়্‌গে পতিত কিম্বা ভক্ষ্যহীন লোকের অভাব না হউক।


তিনি দেখিতে পান, তাঁহার ব্যবসায় উত্তম, রাত্রিতে তাঁহার দীপ নির্বাপিত হয় না।


তিনি দরিদ্রের প্রতি মুক্তহস্ত হন, দীনহীনের প্রতি হস্ত প্রসারণ করেন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন