Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




হিতোপ 31:18 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

18 তিনি দেখিতে পান, তাঁহার ব্যবসায় উত্তম, রাত্রিতে তাঁহার দীপ নির্বাপিত হয় না।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

18 তিনি দেখতে পান, তাঁর ব্যবসায় উত্তম, রাতে তাঁর দীপ নির্বাপিত হয় না।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

18 তিনি সুনিশ্চিত হন যে তাঁর কেনাবেচা বেশ লাভজনক হয়েছে, ও তাঁর প্রদীপ রাতেও নিভে যায় না।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

18 সে নিজেই সুতো কাটে,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

18 তিনি দেখিতে পান, তাঁহার ব্যবসায় উত্তম, রাত্রিতে তাঁহার দীপ নির্ব্বাণ হয় না।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

18 সে যখনই তার নিজের তৈরী জিনিসের ব্যবসা করে তখনই লাভ করে।

অধ্যায় দেখুন কপি




হিতোপ 31:18
8 ক্রস রেফারেন্স  

বস্তুতঃ, হে ভ্রাতৃগণ, আমাদের পরিশ্রম ও আয়াস তোমাদের স্মরণে আছে; তোমাদের কাহারও ভারস্বরূপ যেন না হই, তজ্জন্য আমরা দিবারাত্র কার্য করিতে করিতে তোমাদের কাছে ঈশ্বরের সুসমাচার প্রচার করিয়াছিলাম।


বৃথাই তোমরা প্রত্যুষে উঠ ও বিলম্বে শয়ন কর, এবং পরিশ্রমের খাদ্য ভক্ষণ কর, তিনি আপন প্রিয়পাত্রকে নিদ্রাযোগে এইরূপে দেন।


আমার এইরূপ দশা হইত, আমি দিবাতে উত্তাপের ও রাত্রিতে শীতের গ্রাসে পতিত হইতাম; নিদ্রা আমার চক্ষু হইতে দূরে পলায়ন করিত।


তাহার সন্তানগণ গৌরবান্বিত হইলে সে তাহা জানে না, তাহারা অবনত হইলে সে তাহা টের পায় না।


তিনি বলে কটি বন্ধন করেন, আপন বাহুযুগল বলশালী করেন।


তিনি টেকুয়া লইতে আপন হস্ত প্রসারণ করেন, তাঁহার করদ্বয় পাঁজ ধরে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন