হিতোপ 31:16 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)16 তিনি ক্ষেত্রের বিষয়ে সঙ্কল্প করিয়া তাহা ক্রয় করেন, স্বহস্তের ফল দিয়া দ্রাক্ষার উদ্যান প্রস্তুত করেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস16 তিনি ভূমির বিষয়ে সঙ্কল্প করে তা ক্রয় করেন, নিজের হাতের ফল দিয়ে আঙ্গুরের বাগান প্রস্তুত করেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ16 তিনি জমির মান বিচার করেন ও তা কিনে নেন; নিজের আয় দিয়ে তিনি দ্রাক্ষাক্ষেত গড়ে তোলেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)16 সে যাচাই করে জমি কেনে এবং আয়ের টাকা দিয়ে দ্রাক্ষাকুঞ্জ তৈরী করে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)16 তিনি ক্ষেত্রের বিষয়ে সঙ্কল্প করিয়া তাহা ক্রয় করেন, স্বহস্তের ফল দিয়া দ্রাক্ষার উদ্যান প্রস্তুত করেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল16 সে একটি জমি পর্যবেক্ষণ করে এবং তারপর সেটা ক্রয় করে। সে তার অর্জিত অর্থ ব্যয় করে এবং দ্রাক্ষাক্ষেত বপন করে। অধ্যায় দেখুন |