হিতোপ 31:15 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)15 তিনি রাত্রি থাকিতে উঠেন, আর নিজ পরিজনদিগকে খাদ্য দেন, নিজ দাসীদিগকে নিরূপিত কর্ম দেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস15 তিনি রাত থাকতে উঠেন, আর নিজের পরিজনদের খাদ্য দেন, নিজের বাঁদীদেরকে নির্ধারিত কাজ দেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ15 তিনি অন্ধকার থাকতেই ঘুম থেকে উঠে পড়েন; তিনি তাঁর পরিবারের জন্য খাদ্যের জোগান দেন ও তাঁর দাসীদেরও অংশ বরাদ্দ করে দেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)15 সে রাত থাকতেই বিছানা ছেড়ে ওঠে, বাড়ির লোকজনের জন্য খাবার তৈরী করে, নির্দিষ্ট করে দেয় দাসীদের কাজ। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)15 তিনি রাত্রি থাকিতে উঠেন, আর নিজ পরিজনদিগকে খাদ্য দেন, নিজ দাসীদিগকে নিরূপিত কর্ম্ম দেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল15 সে প্রত্যেক দিন ভোরবেলা উঠে তার পরিবারের জন্য রান্না করে এবং ভৃত্যদের ভাগ তাদের দিয়ে দেয়। অধ্যায় দেখুন |