হিতোপ 31:13 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)13 তিনি মেষলোম ও মসীনা অন্বেষণ করেন, প্রফুল্লভাবে আপন হস্তে কর্ম করেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস13 তিনি ভেড়ার লোম ও মসীনা খোঁজ করেন, প্রফুল্লভাবে নিজের হাতে কাজ সম্পাদন করেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ13 তিনি পশম ও মসিনা মনোনীত করেন ও আগ্রহী হাতে কাজকর্ম করেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)13 সে নিজের হাতে সযত্নে পশম ও সুতো দিয়ে কাপড় তৈরী করে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)13 তিনি মেষলোম ও মসীনা অন্বেষণ করেন, প্রফুল্লভাবে আপন হস্তে কর্ম্ম করেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল13 সে পশম ও মসীনা সংগ্রহ করে এবং খুশী মনে তার নিজের হাতে বিভিন্ন জিনিস বানায়। অধ্যায় দেখুন |