হিতোপ 30:32 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)32 তুমি যদি নিজের বড়াই করিয়া মূর্খের কর্ম করিয়া থাক, কিম্বা যদি কুসঙ্কল্প করিয়া থাক, তবে তোমার মুখে হাত দেও। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস32 তুমি যদি নিজের বড়াই করে মূর্খের কাজ করে থাক, কিংবা যদি কুসঙ্কল্প করে থাক, তবে তোমার মুখে হাত দাও। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ32 “তুমি যদি মূর্খামি করো ও নিজেই নিজের প্রশংসা করো, বা অনিষ্ট করার ফন্দি আঁটো, তবে তোমার হাত দিয়ে মুখ ঢেকে রাখো! অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)32 তুমি যদি মূর্খের মত নিজেকে বড় বলে ভাবো, কিম্বা মনে মনে অনিষ্টের পরিকল্পনা কর তাহলে ক্ষান্ত হও, আবার বিবেচনা কর। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)32 তুমি যদি আপনার বড়াই করিয়া মূর্খের কর্ম্ম করিয়া থাক, কিম্বা যদি কুসঙ্কল্প করিয়া থাক, তবে তোমার মুখে হাত দেও। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল32 তুমি যদি বোকার মতো গর্বিত হয়ে ওঠো এবং অন্যদের বিরুদ্ধে কু-মতলব আঁটো, তোমাকে থামতে হবে এবং চিন্তা করতে হবে তুমি কি করছ। অধ্যায় দেখুন |