হিতোপ 3:32 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)32 কেননা যে ব্যক্তি খল সে সদাপ্রভুর ঘৃণার পাত্র; কিন্তু সরলগণের সহিত তাঁহার ঘনিষ্টতা আছে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস32 কেননা যে ব্যক্তি খল সে মাবুদের ঘৃণার পাত্র; কিন্তু সরলদের সঙ্গে তাঁর ঘনিষ্টতা আছে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ32 কারণ সদাপ্রভু উচ্ছৃঙ্খলদের ঘৃণা করেন কিন্তু ন্যায়পরায়ণদের সাথে তিনি ঘনিষ্ঠতা বাড়ান। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)32 কেননা কুটিল লোক প্রভুর ঘৃণাস্পদ কিন্তু ন্যায়নিষ্ঠের তাঁর আস্থাভাজন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)32 কেননা খল সদাপ্রভুর ঘৃণার পাত্র; কিন্তু সরলগণের সহিত তাঁহার গূঢ় মন্ত্রণা। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল32 কেন? কারণ প্রভু দুষ্ট, অসাধু লোকদের ঘৃণা করেন এবং সৎ ও ভালো লোকদের ভালবাসেন। অধ্যায় দেখুন |