হিতোপ 3:30 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)30 অকারণে কোন ব্যক্তির সহিত বিরোধ করিও না, যদি সে তোমার অপকার না করিয়া থাকে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস30 অকারণে কোন ব্যক্তির সঙ্গে বিরোধ করো না, যদি সে তোমার অপকার না করে থাকে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ30 অকারণে কাউকে দোষারোপ কোরো না— যখন সে তোমার কোনও ক্ষতি করেনি। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)30 কোন ব্যক্তি যদি তোমার উপকার না করে থাকে তাহলে তার সঙ্গে অকারণে বিবাদ করো না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)30 অকারণে কোন ব্যক্তির সহিত বিরোধ করিও না, যদি সে তোমার অপকার না করিয়া থাকে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল30 কোন উপযুক্ত কারণ ছাড়া কাউকে আদালতে তুলো না। সে যদি তোমার কোন অনিষ্ট না করে এটা কোরো না। অধ্যায় দেখুন |