Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




হিতোপ 3:13 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

13 ধন্য সেই ব্যক্তি যে প্রজ্ঞা পায়, সেই ব্যক্তি যে বুদ্ধি লাভ করে;

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

13 সুখী সেই ব্যক্তি যে প্রজ্ঞা পায়, সেই ব্যক্তি যে বুদ্ধি লাভ করে;

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

13 তারাই আশীর্বাদধন্য যারা প্রজ্ঞা খুঁজে পায়, যারা বিচক্ষণতা লাভ করে,

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

13 ধন্য সেই ব্যক্তি যেপ্রজ্ঞার সন্ধান পেয়েছে, সে অর্জন করেছে বোধশক্তি।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

13 ধন্য সেই ব্যক্তি যে প্রজ্ঞা পায়, সেই ব্যক্তি যে বুদ্ধি লাভ করে;

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

13 যে ব্যক্তি প্রজ্ঞা লাভ করেছে, সে সুখী হবে। যখন সে বোধশক্তিপ্রাপ্ত হবে, তখন সে আশীর্বাদধন্য হবে।

অধ্যায় দেখুন কপি




হিতোপ 3:13
14 ক্রস রেফারেন্স  

যে পৃথক হয় সে নিজ অভীষ্ট চেষ্টা করে, এবং সমস্ত বুদ্ধিকৌশলের বিরুদ্ধে উচ্চণ্ড হয়।


যদি রৌপ্যের ন্যায় তাহার অন্বেষণ কর, গুপ্ত ধনের ন্যায় তাহার অনুসন্ধান কর;


তাহা উত্তম সুবর্ণ দ্বারাও প্রাপ্ত হওয়া যায় না, তাহার মূল্য বলিয়া রৌপ্যও তৌল করা যায় না।


বুদ্ধিমানের কাছে সেই সকল স্পষ্ট, জ্ঞানপ্রাপ্তদের কাছে সেই সকল সরল।


আর তাহা সমুদ্রপারেও নয় যে, তুমি বলিবে, আমরা যেন তাহা পালন করি, এই জন্য কে আমাদের নিমিত্ত সমুদ্র পার হইয়া তাহা আনিয়া আমাদিগকে শুনাইবে?


তাহার কাছে প্রবাল ও স্ফটিকের নাম করা যায় না, পদ্মরাগমণির মূল্য অপেক্ষাও প্রজ্ঞার মূল্য অধিক।


কূশদেশীয় পীতমণিও তাহার সমান নয়, নির্মল সুবর্ণও তাহার সমতুল্য হয় না।


তোমার মুখের ব্যবস্থা আমার পক্ষে উত্তম, সহস্র্র্র সহস্র স্বর্ণ ও রৌপ্যমুদ্রা অপেক্ষা উত্তম।


সুবর্ণ অপেক্ষা প্রজ্ঞা লাভ কেমন উত্তম; রৌপ্য অপেক্ষা বিবেচনালাভ বরণীয়।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন