হিতোপ 29:9 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)9 অজ্ঞানের সহিত জ্ঞানবানের বিবাদ হইলে, সে রাগ করুক কি হাস্য করুক, কিছুতেই শান্তি হয় না। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস9 অজ্ঞানের সঙ্গে জ্ঞানবানের ঝগড়া হলে, সে রাগ করুক বা হাসুক, কিছুতেই শান্তি হয় না। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ9 জ্ঞানবান মানুষ যদি মূর্খকে দরবারে নিয়ে যায়, তবে মূর্খ তর্জনগর্জন ও উপহাস করে, ও সেখানে শান্তি বজায় থাকে না। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)9 মূর্খের বিরুদ্ধে জ্ঞানবান যদি মামলা দায়ের করে, তাহলে মূর্খ তাকে ব্যঙ্গ বিদ্রূপ ও গালিগালাজ করে, সেখানে আর শান্তি থাকে না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)9 অজ্ঞানের সহিত জ্ঞানবানের বিবাদ হইলে, সে রাগ করুক কি হাস্য করুক, কিছুতেই শান্তি হয় না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল9 যদি একজন জ্ঞানী একজন মূর্খের সঙ্গে আলোচনা করে কোন সমস্যা মেটাতে চায় তাহলে সেই মূর্খ বোকার মতো তর্ক করতে থাকবে এবং তারা কখনোই এক মত হতে পারবে না। অধ্যায় দেখুন |