হিতোপ 28:4 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)4 ব্যবস্থাত্যাগীরা দুষ্টের প্রশংসা করে; কিন্তু ব্যবস্থাপালকেরা দুষ্টদের প্রতিরোধ করে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস4 যারা আইন-কানুন ত্যাগ করে তারা দুষ্টের প্রশংসা করে; কিন্তু যারা আইন-কানুন পালন করে তারা দুষ্টদের প্রতিরোধ করে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ4 যারা শিক্ষা পরিত্যাগ করে তারা দুষ্টদের প্রশংসা করে, কিন্তু যারা তাতে মনোযোগ দেয় তারা তাদের প্রতিরোধ করে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)4 যে বিধিবিধান অমান্য করে সে দুর্জনের পক্ষে। যে বিধান মেনে চলে সে দুর্জনের বিপক্ষে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)4 ব্যবস্থাত্যাগীরা দুষ্টের প্রশংসা করে; কিন্তু ব্যবস্থাপালকেরা দুষ্টদের প্রতিরোধ করে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল4 তুমি যদি আইন না মানো তাহলে তুমি মন্দ লোকদের পক্ষ নাও। কিন্তু যদি তুমি আইন মানো তাহলে তুমি মন্দ লোকদের বিপক্ষে যাবে। অধ্যায় দেখুন |