হিতোপ 28:24 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)24 যে পিতামাতার ধন চুরি করিয়া বলে, এ ত অধর্ম নয়, সে ব্যক্তি বিনাশকের সখা। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস24 যে পিতা-মাতার ধন চুরি করে বলে, এই তো অধর্ম নয়, সে ব্যক্তি বিনাশকারীর সখা। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ24 যে মা-বাবার ধনসম্পদ চুরি করে ও বলে, “এ তো অন্যায় নয়,” সে তাদেরই অংশীদার, যারা ধ্বংসসাধন করে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)24 পিতামাতার সম্পদ অপহরণ করা যে অন্যায় বলে মনে করে না সে চোরের চেয়ে কম নয়। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)24 যে পিতামাতার ধন চুরি করিয়া বলে, এ ত অধর্ম্ম নয়, সে ব্যক্তি বিনাশকের সখা। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল24 কিছু মানুষ তাদের পিতামাতার কাছ থেকে চুরি করে। তারা নিজেদের এই বলে প্রতিরক্ষা করে: “এটা অন্যায় নয়।” কিন্তু এরা সবচেয়ে বেশী হিংসাত্মক অপরাধীর মতই খারাপ লোক। অধ্যায় দেখুন |