হিতোপ 28:16 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)16 যে অধ্যক্ষ হীনবুদ্ধি, সে আবার বড় উপদ্রবী; কিন্তু যে লোভ ঘৃণা করে, সেই দীর্ঘজীবী হইবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস16 যে শাসক হীনবুদ্ধি, সে আবার বড় জুলুমবাজ; কিন্তু যে লোভ ঘৃণা করে, সেই দীর্ঘজীবী হবে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ16 অত্যাচারী শাসক অবৈধ জুলুম চালায়, কিন্তু যিনি অসৎ উপায়ে অর্জিত লাভ ঘৃণা করেন তিনি সুদীর্ঘকাল ধরে রাজত্ব করবেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)16 নির্বোধ শাসক নিষ্ঠুর ও অত্যাচারী হয়, কিন্তু যে শাসক দুর্নীতি ঘৃণাকরে তার শাসন দীর্ঘস্থায়ী হয়। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)16 যে অধ্যক্ষ হীনবুদ্ধি, সে আবার বড় উপদ্রবী; কিন্তু যে লোভ ঘৃণা করে, সেই দীর্ঘজীবী হইবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল16 যে শাসক জ্ঞানী নয় তিনি তাঁর অধীনস্থ মানুষদের আঘাত করবেন। কিন্তু যে শাসক সৎ এবং ঠকানোকে ঘৃণা করেন তিনি দীর্ঘদিন রাজত্ব করবেন। অধ্যায় দেখুন |