হিতোপ 28:15 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)15 যেমন গর্জনকারী সিংহ ও পর্যটনকারী ভল্লুক, তেমনি দীনহীন প্রজার উপরে দুষ্ট শাসনকর্তা। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস15 যেমন গর্জনকারী সিংহ ও পর্যটনকারী ভল্লুক, তেমনি দীনহীন লোকের উপরে নিষ্ঠুর শাসনকর্তা। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ15 অসহায় প্রজাদের উপর কর্তৃত্বকারী দুষ্ট শাসক গর্জনকারী সিংহ বা আক্রমণকারী ভালুকের মতো। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)15 অত্যাচারী শাসক গর্জনকারী সিংহ ও আক্রমণোদ্যত ভালুকের মতই হিংস্র। এদের কাছে গরীব লোকেরা অসহায়। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)15 যেমন গর্জ্জনকারী সিংহ ও পর্য্যটনকারী ভল্লুক, তেমনি দীনহীন প্রজার উপরে দুষ্ট শাসনকর্ত্তা। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল15 যখন একজন দুষ্ট শাসক অসহায় লোকদের ওপর শাসন করে তখন সে হয়ে ওঠে একটি হিংস্র ভালুক বা একটি সিংহের মত যে যুদ্ধ করতে প্রস্তুত। অধ্যায় দেখুন |