হিতোপ 27:7 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)7 তৃপ্ত প্রাণ মৌচাক পদতলে দলিত করে; কিন্তু ক্ষুধার্ত প্রাণের কাছে তিক্ত দ্রব্য সকলও মিষ্ট। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস7 তৃপ্ত প্রাণ মৌচাককেও পদতলে দলিত করে; কিন্তু ক্ষুধার্ত প্রাণের কাছে তিক্ত দ্রব্যগুলোও মিষ্ট। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ7 যার পেট ভরা আছে সে মৌচাকের মধু ঘৃণা করে, কিন্তু ক্ষুধার্ত মানুষের কাছে তেতো জিনিসও মিষ্টি লাগে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)7 পেট ভরা থাকলে মধুও বিস্বাদ লাগে। খিদের মুখে তেতোও মধুর মনে হয়। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)7 তৃপ্ত প্রাণ মৌচাক পদতলে দলিত করে; কিন্তু ক্ষুধার্ত্ত প্রাণের কাছে তিক্ত দ্রব্য সকলও মিষ্ট। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল7 যদি তোমার খিদে না থাকে তবে তুমি মধুও খাবে না। কিন্তু যদি তোমার খিদে পায় তবে তুমি যে কোন খাবার, খারাপ খেতে হলেও খাবে। অধ্যায় দেখুন |