হিতোপ 27:3 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)3 প্রস্তর ভারী ও বালি গুরু, কিন্তু অজ্ঞানের অসন্তোষ ঐ উভয় অপেক্ষা ভারী। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস3 পাথর খুব ভারী ও বালিও ভারী, কিন্তু অজ্ঞানের অসন্তোষ ঐ দু’টোর চেয়ে ভারী। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ3 পাথর ভারী ও বালি এক বোঝা, কিন্তু মূর্খের প্ররোচনা উভয়ের চেয়েও বেশি ভারী। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)3 পাথর ভারী,বালিরও ভার আছে, কিন্তু এদের তুলনায় মূর্খের জ্বালাতনের ভার আরও বেশী। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)3 প্রস্তর ভারী ও বালি গুরু, কিন্তু অজ্ঞানের অসন্তোষ ঐ উভয় অপেক্ষা ভারী। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল3 একখণ্ড ভারী পাথর বা বালি বয়ে নিয়ে যাওয়া কঠিন। কিন্তু একজন মূর্খের ক্রোধের ফলস্বরূপ যে সংকটগুলি সৃষ্টি হয় তা সহ্য করা আরো কঠিন। অধ্যায় দেখুন |