হিতোপ 27:16 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)16 যে সেই স্ত্রীকে লুকায়, সে বাতাস লুকায়, এবং তাহার দক্ষিণ হস্ত তৈল ধরে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস16 যে সেই স্ত্রীকে থামায়, সে বাতাস থামায়, এবং তার ডান হাত তেল ধরে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ16 তাকে সংযত করার অর্থ বাতাসকে সংযত করা বা হাতের মুঠোয় তেল ধরে রাখা। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)16 ঝড় যেমন থামানো যায় না হাতের মুঠোয় যেমন তেল ধরে রাখা যায় না, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)16 যে সেই স্ত্রীকে লুকায়, সে বাতাস লুকায়, এবং তাহার দক্ষিণ হস্ত তৈল ধরে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল16 ঐ ধরণের স্ত্রীলোককে থামাতে যাওয়া হাওয়ার গতি রোধ করবার চেষ্টা করবার মতো। এ হল অনেকটা হাত দিয়ে তেল মুঠো করে ধরার চেষ্টা করবার মতো। অধ্যায় দেখুন |