হিতোপ 26:7 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)7 খঞ্জের চরণ খোঁড়াইয়া চলে, হীনবুদ্ধিদের মুখে নীতিকথা তদ্রূপ। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস7 খঞ্জের পা খুঁড়িয়ে চলে, হীনবুদ্ধিদের মুখে নীতিকথা তদ্রূপ। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ7 মূর্খের মুখের হিতোপদেশ খঞ্জের অনুপযোগী পায়ের মতো হয়। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)7 মূর্খ প্রাজ্ঞ বচনের ব্যবহার তেমন ভাবেই করবে যেমন ভাবে একটি খোঁড়া লোকতার খোঁড়া পা ব্যবহার করে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)7 খঞ্জের চরণ খোঁড়াইয়া চলে, হীনবুদ্ধিদের মুখে নীতিকথা তদ্রূপ। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল7 যখন কোন মূর্খ কোন জ্ঞানী লোকের মত কথা বলতে চেষ্টা করে, তা হয় প্রায় একজন মাতালের তার হাত থেকে কাঁটা তুলে ফেলার প্রচেষ্টার মত। পঙ্গু মানুষের হাঁটার প্রচেষ্টার সামিল। অধ্যায় দেখুন |