হিতোপ 26:28 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)28 মিথ্যাবাদী জিহ্বা যাহাদিগকে চূর্ণ করিয়াছে, তাহাদিগকে ঘৃণা করে; আর চাটুবাদী মুখ বিনাশ সাধন করে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস28 মিথ্যাবাদী জিহ্বা যাদেরকে চূর্ণ করেছে, তাদেরকে ঘৃণা করে; আর তোষামোদকারী মুখ বিনাশ সাধন করে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ28 মিথ্যাবাদী জিভ যাদের আহত করে তাদের ঘৃণাও করে, ও তোষামোদকারী মুখ সর্বনাশ করে ছাড়ে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)28 মিথ্যাবাদী যাকে পছন্দ করে না তার নামে সে মিথ্যা কথা বলে। মিথ্যাভাষণ নির্দোষের সর্বনাশ ঘটায়। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)28 মিথ্যাবাদী জিহ্বা যাহাদিগকে চূর্ণ করিয়াছে, তাহাদিগকে ঘৃণা করে; আর চাটুবাদী মুখ বিনাশ সাধন করে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল28 মিথ্যাবাদীরা তাদের দ্বারা নিপীড়িত লোকদের ঘৃণা করে। যারা মিষ্টি মিষ্টি কথা বলে তারা ধ্বংস আনে। অধ্যায় দেখুন |