হিতোপ 26:11 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)11 যেমন কুকুর আপন বমির প্রতি ফিরে, তেমনি হীনবুদ্ধি নিজ অজ্ঞানতার প্রতি ফিরে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস11 যেমন কুকুর নিজের বমির প্রতি ফেরে, তেমনি হীনবুদ্ধি নিজের অজ্ঞানতার প্রতি ফিরে আসে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ11 কুকুর যেভাবে তার বমির কাছে ফিরে যায় মূর্খরাও বারবার বোকামি করে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)11 কুকুর যেমন তার বমি করা খাদ্য আবার খায় মূর্খও তেমনি বার বার বোকামি করে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)11 যেমন কুকুর আপন বমির প্রতি ফিরে, তেমনি হীনবুদ্ধি নিজ অজ্ঞানতার প্রতি ফিরে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল11 কুকুর খাবার খেয়ে অসুস্থ হয়ে বমি করে। তারপর কুকুরটি তার বমি খেয়ে ফেলে। মূর্খও ঠিক তেমনি ভাবে একই ভুল বার বার করে চলে। অধ্যায় দেখুন |