হিতোপ 25:3 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)3 যেমন উচ্চতার সম্বন্ধে স্বর্গ ও গভীরতার সম্বন্ধে পৃথিবী, তদ্রূপ রাজগণের হৃদয় অনুসন্ধান করা যায় না। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস3 যেমন উচ্চতা সম্বন্ধে বেহেশত ও গভীরতার সম্বন্ধে দুনিয়া, তদ্রূপ বাদশাহ্দের হৃদয় অনুসন্ধান করা যায় না। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ3 আকাশমণ্ডল যত উঁচু ও পৃথিবী যত গভীর, রাজাদের অন্তরও তেমনই অজ্ঞেয়। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)3 আকাশের উচ্চতা ওপাতালের গভীরতা যেমন পরিমাপ করা যায় না রাজার অভিপ্রায়ও তেমনি অনুমান করা অসাধ্য। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)3 যেমন উচ্চতার সম্বন্ধে স্বর্গ ও গভীরতার সম্বন্ধে পৃথিবী, তদ্রূপ রাজগণের হৃদয় অনুসন্ধান করা যায় না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল3 আমাদের মাথার অনেক ওপরে রয়েছে আকাশ এবং আমাদের পায়ের তলায় আছে গভীর মাটি। রাজাদের মনও সে রকমই। আমরা তাঁদের বুঝতে পারি না। অধ্যায় দেখুন |