হিতোপ 25:25 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)25 পিপাসার্ত প্রাণের পক্ষে যেমন শীতল জল, দূরদেশ হইতে প্রাপ্ত মঙ্গল সংবাদ তদ্রূপ। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস25 পিপাসিত প্রাণের পক্ষে যেমন শীতল পানি, দূরদেশ থেকে পাওয়া মঙ্গল সংবাদ তেমনি। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ25 দূরবর্তী দেশ থেকে আসা সুসংবাদ সেই ঠান্ডা জলের মতো, যা পরিশ্রান্ত মানুষকে দেওয়া হয়েছে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)25 দূরদেশ থেকে আসা সুসংবাদ তৃষিতের কাছে শীতল জলের মত। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)25 পিপাসার্ত্ত প্রাণের পক্ষে যেমন শীতল জল, দূরদেশ হইতে প্রাপ্ত মঙ্গল সংবাদ তদ্রূপ। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল25 দূরের কোন স্থান থেকে আসা সুসংবাদ হল উত্তপ্ত ও তৃষ্ণার্ত অবস্থায় পাওয়া শীতল জলের মতো। অধ্যায় দেখুন |