হিতোপ 25:20 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)20 যে বিষণ্নচিত্তের নিকটে গীত গান করে, সে যেন শীতকালে বস্ত্র ছাড়ে, সোরার উপরে অম্লরস দেয়। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস20 যে বিষণ্ন অন্তরের কাছে গজল গান করে, সে যেন শীতকালে কাপড় ছাড়ে, ক্ষতস্থানের উপরে অম্লরস দেয়। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ20 যার অন্তর ভারাক্রান্ত, তার কাছে যে গান গায় সে সেই মানুষটির মতো, যে শীতকালে অন্যের কাপড় কেড়ে নেয়, বা ক্ষতস্থানে সিরকা ঢেলে দেয়। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)20 বিষণ্ণচিত্ত ব্যক্তির কাছে গান গাওয়া শীতের দিনে গায়ের কাপড় কেড়ে নেওয়া কিম্বা কাটা ঘায়ে নুনের ছিটে দেওয়ার মত যন্ত্রণাদায়ক। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)20 যে বিষণ্ণচিত্তের নিকটে গীত গান করে, সে যেন শীতকালে বস্ত্র ছাড়ে, সোরার উপরে অম্লরস দেয়। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল20 একজন শোকার্ত মানুষকে আনন্দের গান শোনানো হল একটি শীতের দিনে লোকদের গা থেকে বস্ত্র কেড়ে নেওয়ার মতো, যারা শীতে জমে যাচ্ছে। এ হলো যেন সোডার সাথে অম্ল রস মেশানো। অধ্যায় দেখুন |