হিতোপ 25:17 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)17 প্রতিবাসীর গৃহে তোমার পদার্পণ বিরল কর; পাছে বিরক্ত হইয়া সে তোমাকে ঘৃণা করে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস17 প্রতিবেশীর বাড়িতে তোমার পদার্পণ বিরল কর; পাছে বিরক্ত হয়ে সে তোমাকে ঘৃণা করে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ17 তোমার প্রতিবেশীর বাড়িতে কদাচিৎ পা রেখো— ঘনঘন সেখানে যাও, ও তারা তোমাকে ঘৃণা করবে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)17 প্রতিবেশীর গৃহে বেশী যাতায়াত না করাই ভাল, অন্যথায় তোমার প্রতিবেশী বিরক্ত হবে, নষ্ট হবে তোমার সঙ্গে তার প্রীতির সম্পর্ক। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)17 প্রতিবাসীর গৃহে তোমার পদার্পণ বিরল কর; পাছে বিরক্ত হইয়া সে তোমাকে ঘৃণা করে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল17 ঠিক তেমনই, যদি তুমি প্রায়ই তোমার প্রতিবেশীর বাড়ি যাও, সে তোমাকে ঘৃণা করতে শুরু করবে। অধ্যায় দেখুন |