হিতোপ 25:14 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)14 যে দানের বিষয়ে মিথ্যা দর্পকথা কহে, সে বৃষ্টিহীন মেঘ ও বায়ুর তুল্য। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস14 যে তার দানের বিষয়ে মিথ্যা অহংকারের কথা বলে, সে বৃষ্টিহীন মেঘ ও বায়ুর মত। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ14 যে সেইসব উপহারের বিষয়ে অহংকার করে যা কখনও দেওয়া হয়নি সে বৃষ্টিবিহীন মেঘ ও বাতাসের মতো। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)14 যারা উপহার দেওয়ার প্রতিশ্রুতি ভঙ্গ করে তারা বর্ষণহীন মেঘ ও বাতাসের মত। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)14 যে দান বিষয়ে মিথ্যা দর্পকথা কহে, সে বৃষ্টিহীন মেঘ ও বায়ুর তুল্য। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল14 যে সব লোকরা উপহার দেবে বলে প্রতিশ্রুতি দেয় কিন্তু তা পালন করে না তারা হল সেই সব মেঘ বা হাওয়ার মতো যা বৃষ্টি আনে না। অধ্যায় দেখুন |