হিতোপ 24:8 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)8 যে অপকারের সঙ্কল্প করে, লোকে তাহাকে কুসঙ্কল্পকারী বলিবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস8 যে অপকারের সঙ্কল্প করে, লোকে তাকে কুসঙ্কল্পকারী বলবে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ8 যে অনিষ্টের চক্রান্ত করে সে এক কুচক্রী বলে পরিচিত হবে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)8 সর্বদা দুষ্কর্মের চিন্তায় যার মন ভরে থাকে, সে দুষ্কৃতকারী নামে পরিচিত হয়। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)8 যে অপকারের সঙ্কল্প করে, লোকে তাহাকে কুসঙ্কল্পকারী বলিবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল8 যদি তুমি সব সময় সমস্যা সৃষ্টির পরিকল্পনা কর তাহলে অন্যরা তোমাকে জানবে একজন সমস্যা সৃষ্টির নায়ক হিসেবে এবং তারা আর তোমার কথা শুনবে না। অধ্যায় দেখুন |