হিতোপ 24:7 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)7 মূর্খের জন্য প্রজ্ঞা অতি উচ্চ; সে নগর-দ্বারে মুখ খুলে না। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস7 মূর্খের জন্য প্রজ্ঞা অতি উঁচু; সে নগর-দ্বারে মুখ খোলে না। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ7 মূর্খদের জন্য প্রজ্ঞা খুবই গুরুভার; নগরদ্বারে নেতাদের সমাজে উপস্থিত থাকাকালীন তারা যেন মুখ না খোলে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)7 প্রজ্ঞার নাগাল পাওয়া নির্বোধের অসাধ্য, গুরুত্বপূর্ণ আলোচনায় তার বলার মত কিছু থাকে না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)7 মূর্খের জন্য প্রজ্ঞা অতি উচ্চ; সে নগর-দ্বারে মুখ খুলে না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল7 মূর্খরা কোনদিন জ্ঞানের মর্ম বুঝবে না। যখন মানুষ কোন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে তখন মূর্খরা কিছুই বলতে পারে না। অধ্যায় দেখুন |