হিতোপ 24:29 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)29 বলিও না, ‘সে আমার প্রতি যেমন করিয়াছে, আমিও তাহার প্রতি তেমনি করিব; তাহার যেমন কর্ম, তাহাকে তেমনি ফল দিব।’ অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস29 বলো না, ‘সে আমার প্রতি যেমন করেছে, আমিও তার প্রতি তেমনি করবো; তার যেমন কাজ, তাকে তেমনি ফল দেব।’ অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ29 একথা বোলো না, “তারা আমার প্রতি যা করেছে আমিও তাদের প্রতি তাই করব; তাদের কর্মের প্রতিফল আমি তাদের ফিরিয়ে দেব।” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)29 এমন কথা বলো না যে,'সে আমার সঙ্গে যেমন ব্যবহার করেছে, আমিও তার প্রতি তেমনি করব। সে যা করেছে আমি তার প্রতিশোধ নেব।’ অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)29 বলিও না, ‘সে আমার প্রতি যেমন করিয়াছে, আমিও তাহার প্রতি তেমনি করিব; তাহার যেমন কর্ম্ম, তাহাকে তেমনি ফল দিব।’ অধ্যায় দেখুনপবিত্র বাইবেল29 বোলো না, “ও আমাকে আঘাত করেছে বলে আমিও ওকে আঘাত করব। আমার ক্ষতি করেছে বলে আমিও ওকে শাস্তি দেব।” অধ্যায় দেখুন |