হিতোপ 24:15 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)15 রে দুষ্ট, তুমি ধার্মিকের নিবাসের বিরুদ্ধে ঘাঁটি বসাইও না, তাহার শয়ন-স্থান নষ্ট করিও না। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস15 রে দুষ্ট, তুমি ধার্মিকের নিবাসের বিরুদ্ধে ওৎ পেতে থেকো না, তার বাসস্থান নষ্ট করো না। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ15 ধার্মিকদের বাড়ির কাছে চোরের মতো ওৎ পেতে থেকো না, তাদের বাসস্থানে লুটপাট চালিয়ো না; অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)15 যে দুর্জন সৎ ব্যক্তির ক্ষতি করে, কিম্বা তার বসতবাড়ি দখল করার চক্রান্ত করে তুমি তার মত হয়ো না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)15 রে দুষ্ট, তুমি ধার্ম্মিকের নিবাসের বিরুদ্ধে ঘাঁটি বসাইও না, তাহার শয়ন-স্থান নষ্ট করিও না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল15 একজন ভালো লোকের বাড়ীতে চোরের মত লুকিয়ে থেকে অপেক্ষা করো না। তার বাড়ী থেকে চুরি করো না। অধ্যায় দেখুন |