হিতোপ 23:3 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)3 তাহার সুস্বাদু খাদ্যে লালসা করিও না, কারণ তাহা বঞ্চনার আহার। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস3 তার সুস্বাদু খাদ্যে লালসা করো না, কারণ তা বঞ্চনার আহার। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ3 তাঁর সুস্বাদু খাদ্যের প্রতি আকাঙ্ক্ষিত হোয়ো না, কারণ সেই খাদ্য বিভ্রান্তিকর। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)3 ভোজের সুখাদ্য দেখে লালায়িত হবে না কারণ তোমাকে প্রলুব্ধ করার জন্য তা পরিবেশন করা হতে পারে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)3 তাহার সুস্বাদু খাদ্যে লালসা করিও না, কারণ তাহা বঞ্চনার আহার। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল3 সে যদি সুখাদ্যের আয়োজন করে তাহলেও বেশী খেও না কারণ এটা একটা চালাকিও হতে পারে। অধ্যায় দেখুন |