হিতোপ 22:22 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)22 দীনহীন বলিয়া দীনহীন লোকের দ্রব্য হরণ করিও না, দুঃখীকে পুরদ্বারে চূর্ণ করিও না। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস22 দীনহীন বলে তাদের দ্রব্য হরণ করো না, দুঃখীকে তোরণদ্বারে চূর্ণ করো না। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ22 দরিদ্রদের এজন্যই শোষণ কোরো না যেহেতু তারা দরিদ্র ও অভাবগ্রস্তদের দরবারে পিষে মেরো না, অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)22 দরিদ্রের অক্ষমতার সুযোগ নিয়ে তাকে শোষণ করো না। বিচারে নিঃসম্বল মানুষের অসহায়তার সুযোগ নিয়ে অবিচার করো না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)22 দীনহীন বলিয়া দীনহীন লোকের দ্রব্য হরণ করিও না, দুঃখীকে পুরদ্বারে চূর্ণ করিও না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল22 দরিদ্রের কাছ থেকে জিনিস চুরি করা সহজ। কিন্তু তা করো না এবং আদালতে দীনহীনের কাছ থেকে কোন সুবিধা উপভোগ করো না। অধ্যায় দেখুন |