হিতোপ 22:17 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)17 তুমি কর্ণ পাতিয়া জ্ঞানবানদের কথা শুন, আমার জ্ঞানে মনোনিবেশ কর। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস17 তুমি মনোযোগ দিয়ে জ্ঞানবানদের কথা শোন, আমার জ্ঞানে মনোনিবেশ কর। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ17 মনোযোগ দাও ও জ্ঞানবানদের নীতিবচনে কর্ণপাত করো; আমার শিক্ষায় মনোনিবেশ করো, অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)17 শোন, প্রাজ্ঞ ব্যক্তিরা যে সব কথা বলে গেছেন, আমি তা তোমাকে শেখাব। তাঁদের উপদেশ মনোযোগ দিয়ে শোন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)17 তুমি কর্ণ পাতিয়া জ্ঞানবানদের কথা শুন, আমার জ্ঞানে মনোনিবেশ কর। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল17 আমি যা বলছি তা মন দিয়ে শোন। জ্ঞানী ব্যক্তিরা যা বলে গিয়েছেন আমি তা তোমাকে শিখিয়ে দেব। এই শিক্ষামালাগুলি থেকে শিক্ষা নাও। অধ্যায় দেখুন |