Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




হিতোপ 22:13 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

13 অলস বলে, বাহিরে সিংহ আছে, চৌরাস্তায় গেলে আমি মারা পড়িব।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

13 অলস বলে, বাইরে সিংহ আছে, চৌরাস্তায় গেলে আমি মারা পড়বো।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

13 অলস বলে, “বাইরে সিংহ আছে! নগরের চকে গেলেই আমি নিহত হব!”

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

13 অলস অজুহাত দিয়ে বলে,'বাইরের সিংহ ওৎ পেতে রয়েছে, পথে বার হলেই আমি মারা পড়ব।’

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

13 অলস বলে, বাহিরে সিংহ আছে, চৌরাস্তায় গেলে আমি মারা পড়িব।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

13 অলস ব্যক্তি বলে, “এখন আমি কাজে যেতে পারব না। বাইরে একটি সিংহ রয়েছে। বাইরে গেলেই সে আমাকে মেরে ফেলবে।”

অধ্যায় দেখুন কপি




হিতোপ 22:13
6 ক্রস রেফারেন্স  

অলসের পথ কণ্টকের বেড়ার ন্যায়; কিন্তু সরলদের পথ রাজপথ।


সদাপ্রভুর চক্ষু জ্ঞানবানকে রক্ষা করে; কিন্তু তিনি বিশ্বাসঘাতকের কথা উল্টাইয়া ফেলেন।


আলস্য অগাধ নিদ্রায় মগ্ন করে, এবং অলস প্রাণ ক্ষুধায় কষ্ট পায়।


‘আমি আমার অঙ্গরক্ষিণী খুলিয়াছি, কেমন করিয়া পরিধান করিব? আমি পা দুখানি ধুইয়াছি, কেমন করিয়া মলিন করিব?’


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন