হিতোপ 21:5 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)5 পরিশ্রমীর চিন্তা হইতে কেবল ধনলাভ হয়, কিন্তু যে কেহ হঠকারী, তাহার কেবল অভাব ঘটে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস5 পরিশ্রমীর চিন্তা থেকে কেবল ধনলাভ হয়, কিন্তু যে কেউ হঠকারী, তার কেবল অভাব ঘটে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ5 পরিশ্রমীদের পরিকল্পনা লাভের মুখ দেখে ঠিক যেভাবে হঠকারিতা দারিদ্র নিয়ে আসে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)5 পরিশ্রমীদের সযত্নরচিত পরিকল্পনা প্রাচুর্য আনে, কিন্তু অতি ব্যস্ততায় যারা কাজ করে তাদের অভাব ঘটে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)5 পরিশ্রমীর চিন্তা হইতে কেবল ধনলাভ হয়, কিন্তু যে কেহ হঠকারী, তাহার কেবল অভাব ঘটে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল5 বুদ্ধিপূর্ণ পরিকল্পনা লাভের দিকে নিয়ে যেতে পারে। কিন্তু তুমি যদি সতর্ক না হও এবং কাজের ক্ষেত্রে তাড়াহুড়ো করো তাহলে তুমি গরীব হয়ে যাবে। অধ্যায় দেখুন |