হিতোপ 20:28 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)28 দয়া ও সত্য রাজাকে রক্ষা করে; তিনি দয়ায় আপন সিংহাসন স্থির রাখেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস28 দয়া ও বিশ্বস্ততা বাদশাহ্কে রক্ষা করে; তিনি দয়ায় নিজের সিংহাসন স্থির রাখেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ28 ভালোবাসা ও বিশ্বস্ততা রাজাকে নিরাপদ রাখে; ভালোবাসার মাধ্যমেই তাঁর সিংহাসন দৃঢ় হয়। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)28 রাজা ততদিনই ক্ষমতাসীন থাকেন যতদিন তিনি রাজ্য পরিচালনা করেন সততা, ন্যায় ও ধার্মিকতায়। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)28 দয়া ও সত্য রাজাকে রক্ষা করে; তিনি দয়ায় আপন সিংহাসন স্থির রাখেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল28 যদি একজন রাজা সৎ ও সত্যবাদী হয় তাহলে সে তার ক্ষমতায় থাকতে পারবে। বিশ্বস্ততা তার রাজ্যকে শক্তিশালী করে তুলবে। অধ্যায় দেখুন |