হিতোপ 20:23 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)23 রকম রকম বাটখারা সদাপ্রভুর ঘৃণাস্পদ, ছলনার তৌল-দণ্ড ভাল নয়। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস23 বিভিন্ন রকম বাটখারা মাবুদের ঘৃণাস্পদ, ছলনার দাঁড়িপাল্লা ভাল নয়। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ23 সদাপ্রভু বিসদৃশ বাটখারা ঘৃণা করেন, ও অসাধু দাঁড়িপাল্লা তাঁকে সন্তুষ্ট করে না। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)23 সঠিক ওজনের দাঁড়িপাল্লা ও বাটখারা যারা ব্যবহার করে না, প্রভু পরমেশ্বর তাদের ঘৃণা করেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)23 রকম রকম বাটখারা সদাপ্রভুর ঘৃণাস্পদ, ছলনার তৌল-দণ্ড ভাল নয়। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল23 কিছু ব্যবসায়ী ওজনের দাঁড়িপাল্লায় কিছু কৌশল করে লোক ঠকায়। প্রভু সেটা ঘৃণা করেন। যে সব দাঁড়িপাল্লা নিখুঁত নয় সেগুলো ব্যবহার করা অন্যায়। অধ্যায় দেখুন |