হিতোপ 20:22 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)22 তুমি বলিও না, অপকারের প্রতিফল দিব; সদাপ্রভুর অপেক্ষা কর, তিনি তোমাকে রক্ষা করিবেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস22 তুমি বলো না, অপকারের প্রতিফল দেব; মাবুদের অপেক্ষা কর, তিনি তোমাকে রক্ষা করবেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ22 একথা বোলো না, “আমি এই অন্যায়ের প্রতিশোধ নেব!” সদাপ্রভুর অপেক্ষা করো, ও তিনিই তোমার হয়ে প্রতিশোধ নেবেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)22 অন্যায়ের প্রতিশোধ নেওয়ার ভার নিজের হাতে নিও না, প্রভু পরমেশ্বরের উপর নির্ভর কর, তিনিই ন্যায়বিচার করবেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)22 তুমি বলিও না, অপকারের প্রতিফল দিব; সদাপ্রভুর অপেক্ষা কর, তিনি তোমাকে রক্ষা করিবেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল22 কেউ যদি তোমার বিরুদ্ধে কিছু করে থাকে তাহলে তুমি তাকে শাস্তি দিতে যেও না। বরং ধৈর্য্য ধরো, প্রভু শেষে তোমাকেই জয়ী করবেন। অধ্যায় দেখুন |