হিতোপ 20:16 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)16 যে অপরের জামিন হয়, তাহার বস্ত্র লও; যে বিজাতীয়দের জামিন হয়, তাহার কাছে বন্ধক লও। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস16 যে অপরের জামিন হয়, তার পোশাক নাও; যে বিজাতীয়দের জামিন হয়, তার পোশাক বন্ধক হিসেবে রাখ। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ16 যে এক আগন্তুকের জামিনদার হয়েছে তার পোশাকটি নিয়ে নাও; তা যদি এক বহিরাগতের জন্য করা হয়েছে, তবে সেটি বন্ধকরূপে রেখে দাও। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)16 কোন অপরিচিতের দেনার জন্য কেউ জামিন হলে সেই দেনার দায়ে তাকে নিজস্ব সম্পত্তি বন্ধক রেখেও দেনা শোধ করতে হয়। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)16 যে অপরের জামিন হয়, তাহার বস্ত্র লও; যে বিজাতীয়দের জামিন হয়, তাহার কাছে বন্ধক লও। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল16 অন্য লোকের বিবাদে জড়িয়ে পড়লে তুমি তোমার জামা হারাতে পারো। অধ্যায় দেখুন |