হিতোপ 20:14 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)14 ক্রেতা বলে, ভাল নয়, ভাল নয়, কিন্তু যখন চলিয়া যায়, তখন শ্লাঘা করে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস14 ক্রেতা বলে, ভাল নয়, ভাল নয়, কিন্তু যখন চলে যায়, তখন ক্রয় করা জিনিস নিয়ে গর্ব করে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ14 “এটি ভালো নয়, এটি ভালো নয়!” ক্রেতা বলে— পরে ফিরে যায় ও সংগৃহীত বস্তুটি নিয়ে গর্ববোধ করে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)14 ক্রেতা সব সময়ই বলে, দাম খুব চড়া কিন্তু জিনিস কেনার পর সে খুব লাভ করেছে বলেই বড়াই করে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)14 ক্রেতা বলে, ভাল নয়, ভাল নয়, কিন্তু যখন চলিয়া যায়, তখন শ্লাঘা করে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল14 তোমার কাছ থেকে কেউ যখন কিছু কিনতে যায় তখন সে বলে: “দাম বড্ড বেশী! এ জিনিস ভাল নয়।” তারপর সে অন্যদের কাছে গিয়ে নিজের বাজার করার কথা বড়াই করে বলে। অধ্যায় দেখুন |