হিতোপ 20:13 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)13 নিদ্রাকে ভালবাসিও না, পাছে দীনতা ঘটে; তুমি চক্ষু মেল, খাদ্যে তৃপ্ত হইবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস13 নিদ্রাকে ভালবেসো না, পাছে দীনতা ঘটে; তুমি জেগে থাক, তাতে খাদ্যে তৃপ্ত হবে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ13 ঘুম ভালোবেসো না পাছে তুমি দরিদ্র হয়ে যাও; জেগে থাকো ও তোমার কাছে অতিরিক্ত খাদ্যদ্রব্য থাকবে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)13 নিদ্রাকাতর হয়ো না, অভাবে পড়বে। কর্মঠ হও, তোমার খাদ্যের অভাবে হবে না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)13 নিদ্রাকে ভালবাসিও না, পাছে দীনতা ঘটে; তুমি চক্ষু মেল, খাদ্যে তৃপ্ত হইবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল13 তুমি যদি ঘুমোনোর পিছনে সময় ব্যয় কর তাহলে তুমি দারিদ্রে কষ্ট পাবে। কিন্তু যদি তুমি তোমার সময় কঠোর পরিশ্রমে ব্যয় কর তাহলে তোমার খাদ্যের অভাব হবে না। অধ্যায় দেখুন |