হিতোপ 20:12 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)12 শ্রবণকারী কর্ণ ও দর্শনকারী চক্ষু, এই উভয়ই সদাপ্রভুর নির্মিত। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস12 শুনবার জন্য কান ও দেখবার জন্য চোখ— উভয়ই মাবুদের নির্মিত। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ12 যে কান শোনে ও যে চোখ দেখে— সদাপ্রভু উভয়ই তৈরি করেছেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)12 পরমেশ্বরই মানুষকে দেখার জন্য চোখ এবং শোনার জন্য কান দিয়েছেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)12 শ্রবণকারী কর্ণ ও দর্শনকারী চক্ষু, এই উভয়ই সদাপ্রভুর নির্ম্মিত। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল12 আমাদের শরীরের চোখ এবং কান এই ইন্দ্রিয় দুটি প্রভুই আমাদের দিয়েছেন যাতে আমরা দেখতে ও শুনতে পাই। অধ্যায় দেখুন |