হিতোপ 2:19 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)19 যাহারা উহার কাছে যায়, তাহারা আর ফিরে না, তাহারা জীবনের পথ পায় না; অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস19 যারা ওর কাছে যায়, তারা আর ফিরে আসে না, তারা জীবনের পথ পায় না; অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ19 যারা তার কাছে যায় তারা কেউ আর ফিরে আসে না বা জীবনের পথও অর্জন করে না। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)19 তার কাছে যারা যায় তারা কেউ ফেরে না খুঁজে পায় না বাঁচার পথ। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)19 যাহারা উহার কাছে যায়, তাহারা আর ফিরে না, তাহারা জীবনের পথ পায় না; অধ্যায় দেখুনপবিত্র বাইবেল19 সে নিজেই কবরের মত। যে সব পুরুষরা তার বাড়ীতে ঢুকবে তারা তাদের জীবন হারাবে এবং আর কখনও ফিরে আসবে না। অধ্যায় দেখুন |