হিতোপ 2:17 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)17 যে যৌবনকালের মিত্রকে ত্যাগ করে, আপন ঈশ্বরের নিয়ম ভুলিয়া যায়; অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস17 যে যৌবনকালের মিত্রকে ত্যাগ করে, নিজের আল্লাহ্র নিয়ম ভুলে যায়; অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ17 যে তার যৌবনাবস্থাতেই স্বামীকে ত্যাগ করেছে ও ঈশ্বরের সামনে করা তার চুক্তি উপেক্ষা করেছে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)17 যে তার স্বামীকে পরিত্যাগ করেছে, ভুলে গেছে ঈশ্বরের সামনে উচ্চারিত তার বিবাহের অঙ্কীকার। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)17 সে যৌবনকালের মিত্রকে ত্যাগ করে, আপন ঈশ্বরের নিয়ম ভুলিয়া যায়; অধ্যায় দেখুনপবিত্র বাইবেল17 যৌবনে সে বিয়ে করেছিল, কিন্তু পরবর্তীকালে সে স্বামীকে পরিত্যাগ করেছে। ঈশ্বরকে সাক্ষী রেখে বিবাহের শপথকে সে ভুলে গিয়েছে। অধ্যায় দেখুন |