Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




হিতোপ 2:15 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

15 যাহারা বক্র পথের পথিক, আপন আপন আচরণে বিপথগামী।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

15 যারা বাঁকা পথের পথিক, নিজ নিজ আচরণে বিপথগামী।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

15 যাদের পথ কুটিল ও যারা তাদের আচরণে প্রতারণাপূর্ণ।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

15 যারা বাঁকা পথে চলে, আচরণ যাদের শঠতায় পূর্ণ।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

15 যাহারা বক্র পথের পথিক, আপন আপন আচরণে বিপথগামী।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

15 ঐ পাপীদের বিশ্বাস করা যায় না। তারা মিথ্যা কথা বলে এবং লোকদের প্রতারণা করে। কিন্তু তোমার জ্ঞান ও বোধ তোমাকে সব সময় এইসব জিনিসগুলি থেকে দূরে রাখবে।

অধ্যায় দেখুন কপি




হিতোপ 2:15
8 ক্রস রেফারেন্স  

কিন্তু যাহারা আপনাদের বক্র পথে ফিরে, সদাপ্রভু তাহাদিগকে অধর্মাচারীদের সহপথিক করিবেন। ইস্রায়েলের উপরে শান্তি বর্তুক।


দোষ-ভারাক্রান্ত লোকের পথ অতীব বক্র; কিন্তু বিশুদ্ধ লোকের কর্ম সরল।


যেন তোমরা অনিন্দনীয় ও অমায়িক হও, এই কালের সেই কুটিল ও বিপথগামী লোকদের মধ্যে ঈশ্বরের নিষ্কলঙ্ক সন্তান হও, যাহাদের মধ্যে তোমরা জগতে জ্যোতির্গণের ন্যায় প্রকাশ পাইতেছ, জীবনের বাক্য ধরিয়া রহিয়াছ;


ইহারা তাঁহার সম্বন্ধে ভ্রষ্টাচারী, তাঁহার সন্তান নয়, এই ইহাদের কলঙ্ক; ইহারা বিপথগামী ও কুটিল বংশ।


তাহারা শান্তির পথ জানে না, তাহাদের মার্গে বিচার নাই; তাহারা আপনাদের পথ বক্র করিয়াছে; যে কেহ সেই পথে যায়, সে শান্তি জানে না।


আমার মুখের সমস্ত বাক্য ধর্মময়; তাহার মধ্যে বক্রতা বা কুটিলতা কিছুই নাই।


যে আপন সরলতায় চলে, সেই সদাপ্রভুকে ভয় করে; কিন্তু যে বক্রগামী, সে তাঁহাকে তুচ্ছ করে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন