হিতোপ 19:28 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)28 যে সাক্ষী পাষণ্ড, সে বিচারের নিন্দা করে, দুষ্টগণের মুখ অধর্ম গ্রাস করে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস28 যে সাক্ষী পাষণ্ড, সে বিচারের নিন্দা করে, দুষ্টদের মুখ অধর্ম গ্রাস করে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ28 বিকৃতমনা সাক্ষী ন্যায়বিচারকে বিদ্রুপ করে, ও দুষ্টদের মুখ অমঙ্গল গ্রাস করে নেয়। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)28 সাক্ষী যদি যথার্থ সাক্ষ্য না দেয় তাহলে বিচার প্রহসনে পরিণত হয়। মন্দের প্রতিই দুষ্ট লোকের আকর্ষণ। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)28 যে সাক্ষী পাষণ্ড, সে বিচারের নিন্দা করে, দুষ্টগণের মুখ অধর্ম্ম গ্রাস করে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল28 যে মিথ্যে সাক্ষী দেয় সে ন্যায়কে উপহাস করে। দুষ্ট লোকদের কথাবার্তা আরো বেশী পাপ আনে। অধ্যায় দেখুন |