Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




হিতোপ 18:9 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

9 যে ব্যক্তি আপন কার্যে অলস, সে বিনাশকের সহোদর।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

9 যে ব্যক্তি তার কাজে অলস, সে বিনাশকের সহোদর।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

9 যে তার কাজে শিথিল সে বিনাশকারীর সহোদর ভাই।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

9 অলস ব্যক্তি ধ্বংসকারীদের সমগোত্র।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

9 যে ব্যক্তি আপন কার্য্যে অলস, সে বিনাশকের সহোদর।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

9 কুকর্মে যে লিপ্ত থাকে তার সঙ্গে বিনাশকারীর কোন পার্থক্য নেই।

অধ্যায় দেখুন কপি




হিতোপ 18:9
12 ক্রস রেফারেন্স  

যে শিথিল হস্তে কর্ম করে, সে দরিদ্র হয়; কিন্তু পরিশ্রমীদের হস্ত ধনবান করে।


যেন তোমরা শিথিল না হও, কিন্তু যাহারা বিশ্বাস ও দীর্ঘসহিষ্ণুতা দ্বারা প্রতিজ্ঞা সমূহের দায়াধিকারী, তাহাদের অনুকারী হও।


যত্নে শিথিল হইও না, আত্মায় উত্তপ্ত হও, প্রভুর দাসত্ব কর,


কিন্তু তাহার প্রভু উত্তর করিয়া তাহাকে কহিলেন, দুষ্ট অলস দাস, তুমি নাকি জানিতে, আমি যেখানে বুনি নাই, সেখানে কাটি, এবং যেখানে ছড়াই নাই, সেখানে কুড়াই?


যে পিতামাতার ধন চুরি করিয়া বলে, এ ত অধর্ম নয়, সে ব্যক্তি বিনাশকের সখা।


আমি শৃগালগণের ভ্রাতা হইয়াছি, উষ্ট্রপক্ষীদের বন্ধু হইয়াছি।


পরীবাদকের কথা মিষ্টান্নবৎ, তাহা অন্তরের অন্তঃপুরে নামিয়া যায়।


আলস্য অগাধ নিদ্রায় মগ্ন করে, এবং অলস প্রাণ ক্ষুধায় কষ্ট পায়।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন