হিতোপ 18:4 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)4 মানুষের মুখের কথা গভীর জলের ন্যায়, প্রজ্ঞার উৎস স্রোতোবাহী প্রণালীর ন্যায়। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস4 মানুষের মুখের কথা গভীর পানির মত, প্রজ্ঞার উৎস স্রোতোবাহী প্রণালীর মত। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ4 মুখের কথা গভীর জলরাশি, কিন্তু প্রজ্ঞার ফোয়ারা এক খরস্রোতা জলপ্রবাহ। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)4 মানুষের কথা হবে প্রজ্ঞার উৎস সাগরের মত তার গভীরতা, বহতা নদীর মত তাঁর নির্মলতা। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)4 মানুষের মুখের কথা গভীর জলের ন্যায়, প্রজ্ঞার উৎস স্রোতোবাহী প্রণালীর ন্যায়। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল4 জ্ঞানী ব্যক্তির উচ্চারিত শব্দ হল গভীর কুয়ো থেকে উঠে আসা স্রোতবাহী জলের মতো যে কুয়ো হল জ্ঞানের আধার। অধ্যায় দেখুন |