Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




হিতোপ 17:25 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

25 হীনবুদ্ধি পুত্র আপন পিতার মনস্তাপস্বরূপ, আর সে আপন জননীর শোক জন্মায়;

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

25 হীনবুদ্ধি পুত্র তার পিতার মনস্তাপস্বরূপ, আর সে তার জননীর শোক জন্মায়;

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

25 মূর্খ ছেলে তার বাবার জীবনে বিষাদ ও যে মা তাকে জন্ম দিয়েছে তার জীবনে তিক্ততা উৎপন্ন করে।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

25 মূর্খ সন্তান তার পিতাকে দেয় দুঃখ, তার জননীর জীবন করে তোলে তিক্ত।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

25 হীনবুদ্ধি পুত্র আপন পিতার মনস্তাপস্বরূপ, আর সে আপন জননীর শোক জন্মায়।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

25 একজন নির্বোধ পুত্র তার পিতার জন্য দুঃখ বয়ে আনে। সে তার মায়ের তিক্ততার কারণ।

অধ্যায় দেখুন কপি




হিতোপ 17:25
9 ক্রস রেফারেন্স  

জ্ঞানবান পুত্র পিতার আনন্দজনক, কিন্তু হীনবুদ্ধি পুত্র মাতার খেদজনক।


হীনবুদ্ধি পুত্র পিতার বিষাদজনক, আর স্ত্রীর বিবাদ অবিরত বিন্দুপাতের তুল্য।


জ্ঞানবান পুত্র পিতার আনন্দ জন্মায়; কিন্তু হীনবুদ্ধি লোক মাতাকে তুচ্ছ করে।


হীনবুদ্ধির জন্মদাতা আপনার খেদ জন্মায়; মূর্খের পিতা আনন্দ পায় না।


দণ্ড ও অনুযোগ প্রজ্ঞা দেয়; কিন্তু অশাসিত বালক মাতার লজ্জাজনক।


পরে কেহ যোয়াবকে কহিল, দেখ, রাজা অবশালোমের জন্য ক্রন্দন ও শোক করিতেছেন।


তোমার পিতামাতা আহ্লাদিত হউন, তোমার জননী উল্লসিতা হউন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন