হিতোপ 17:20 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)20 যে কুটিলমনা, সে মঙ্গল পায় না; যাহার জিহ্বা বক্র, সে বিপদে পতিত হয়। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস20 যে কুটিলমনা, সে মঙ্গল পায় না; যার জিহ্বা বাঁকা, সে বিপদে পড়ে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ20 যার অন্তর দুর্নীতিগ্রস্ত সে উন্নতি লাভ করে না; যার জিভ কলুষিত সে বিপদে পড়ে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)20 কুটিল ব্যক্তির কখনও মঙ্গল হয় না, কটূভাষী লোক বিপদে পড়ে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)20 যে কুটিলমনা, সে মঙ্গল পায় না; যাহার জিহ্বা বক্র, সে বিপদে পতিত হয়। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল20 দুর্জন ব্যক্তি কখনও লাভবান হয় না। মিথ্যাবাদীরা সমস্যায় জর্জরিত হবে। অধ্যায় দেখুন |