হিতোপ 16:33 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)33 গুলিবাঁট কোলে ফেলা যায়, কিন্তু তাহার সমস্ত নিষপত্তি সদাপ্রভু হইতে হয়। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস33 লোকে গুলিবাঁট করে, কিন্তু তার সমস্ত নিষ্পত্তি মাবুদ থেকে হয়। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ33 গুটিকাপাতের দান কোলেই চালা হয়, কিন্তু তার প্রত্যেকটি সিদ্ধান্ত আসে সদাপ্রভুর কাছ থেকেই। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)33 পাশার দান নিজের পক্ষে হয়তো ফেলা যায়, কিন্তু প্রভুই সব কিছুই চূড়ান্ত নিষ্পত্তি করেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)33 গুলিবাঁট কোলে ফেলা যায়, কিন্তু তাহার সমস্ত নিষ্পত্তি সদাপ্রভু হইতে হয়। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল33 মানুষ পাশার দান চেলে তাদের সিদ্ধান্ত স্থির করে। কিন্তু সিদ্ধান্ত সব সময় ঈশ্বরের কাছ থেকেই আসে। অধ্যায় দেখুন |